দ্বিতীয় স্ত্রীকে নিয়ে মার্কেটে কেনাকাটা করতে গেলেন স্বামী। তবে বিষয়টি মেনে নিতে পারেননি প্রথম স্ত্রী। এ নিয়ে শুরু হয় ঝগড়া। দুই স্ত্রীর এমন চাপ সইতে না
পেরে বিষপান করেন স্বামী। যদিও প্রাণে বেঁচে যান তিনি। রোববার সকাল ১০টার দিকে ঘটনাটি ঘটেছে মেহেরপুরের গাংনী উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের পশ্চিমপাড়া এলাকায়।
নিজ বাড়িতেই বিষপানে আত্মহত্যার চেষ্টা চালান ৪৫ বছর বয়সী আব্দুল মজিদ ওরফে সমেজ আলী। তিনি একই এলাকার আবু মুসার ছেলে। আব্দুল মজিদের ছেলে পারভেজ হোসেন বলেন,
ঈদ উপলক্ষে আমাদের দুই ভাই-বোনের জন্য কিছুই কিনে দেননি বাবা। কিন্তু আমার ছোট মা মাহিরন নেছাকে নিয়ে শনিবার বিকেলে কেনাকাটা করতে মার্কেটে যান।
এ নিয়ে আমার মায়ের সঙ্গে বাবার ঝগড়া হয়। এরই জেরে সন্ধ্যার দিকে আমার মা জোছনা খাতুনকে মারধর করেন তিনি। রোববার সকালে তাদের ফের ঝগড়া হয়। পরে বিষপান করেন বাবা।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. এমকে রেজা জানান, আব্দুল মজিদকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার চিকিৎসা চলছে। তিনি এখন শঙ্কামুক্ত।